শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দাউদকান্দিতে গণধর্ষণের ঘটনায় আটক ৩

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে গণধর্ষণের ঘটনায় আজ মঙ্গলবার ভোর ৪ টায় দাউদকান্দিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দির সার্কেল ও কুমিল্লার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ ইকবাল দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ভুঁইয়ার একটি টিম ৩ ধর্ষণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে পূর্ব পরিচয় জের ধরে গৌরীপুর ইউনিয়নের হুগলিয়া গ্রামের মিরাজ অপু মোকলেস সহ আরো তিনজন মোবাইলে ভিকটিমকে কৌশলে এনে গণধর্ষন করে ফেলে যায় । পথচারীরা দেখে দাউদকান্দির মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়াকে মোবাইলে খবর জানাইলে ভিকটিমকে প্রথমে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় নারী শিশু নির্যাতন আইনি একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হল ১।মিরাজুল ইসলাম (১৯)পিতা মোহাম্মদ আলী গ্রাম হুগলিয়া২ । অপু (২৬) পিতা মৃত তাজুল ইসলাম গ্রাম পশ্চিম হুলিয়া ৩। মোখলেস (২৫)পিতা বারেক মিয়া গ্রাম হুগলিয়া দাউদকান্দি কুমিল্লা। আজ মঙ্গলবার দাউদকান্দি মডেল থানায় দাউদকান্দির সার্কেল ফয়েজ ইকবল সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে ঘটনাঘটি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন