মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা বদলের দাবি

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বগুড়ার সোনাতলা উপজেলার মিলনেরপাড়ার গৃহবধূ শারমিন আক্তার শিলার আত্মহত্যা প্ররোচনার মামলার তদন্ত নিয়ে অবিশ্বাস ও সন্দেহ প্রকাশ করে মামলাটির তদন্তভার সিআইডি অথবা পিবিআইতে স্থানান্তরের দাবি উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিলার পিতা সেলিম রেজা এই আবেদন জানান। তিনি বলেন, তার কন্যা শারমিন আক্তার শিলা গত জুন মাসে নিজ পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশি রিমন মিয়ার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তবে বিয়ের পর থেকেই শিলার শ্বশুর, শ্বাশুড়িসহ পরিবারের অপরাপর সদস্যরা তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ২৯ আগষ্ট দুপুরে শিলার স্বামী রিমন মিয়া, শ্বশুর, শ্বাশুড়িসহ আরও কয়েকজন মিলে ব্যাপক মারধর করে। মারধরের একপর্যায়ে তাকে হয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার অথবা আত্মহত্যা করার জন্য চাপাচাপি করে। ফলে বাধ্য হয়ে তার মেয়ে শয়নঘরে রাখা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে পাড়াপড়শিরা ছুটে আসেন। প্রতিবেশিদের চাপাচাপিতে অবশেষে শিলাকে প্রথমে সোনাতলা উপজেলা হাসপাতাল ও পরে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ আগষ্ট হাসপাতালে মারা যায় শিলা। এই ঘটনায় ১ সেপ্টেম্বর সোনাতলা থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হলেও পুলিশের তৎপরতা মোটেও সন্তোষজনক নয়। সংবাদ সম্মেলনে সেলিম রেজা বলেন, মামলাটির তদন্তভার সোনাতলা থানায় থাকলে যথাযথ তদন্ত ও ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। তিনি মামলাটি সিআইডি অথবা পিবিআইতে হস্তান্তর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন