শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাবিনা, সানজিদাদের ফ্ল্যাট দেওয়ার আবেদন ওমর সানীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৫ এএম

কাঠমান্ডুতে সাফের এবারের আসরে বিজয়ের গল্প লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে নারী সাফের শিরোপা। সাবিনা, সানজিদাদের এই জয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী বাঘিনীদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য সরকারের কাছে জমি কিংবা ফ্ল্যাট দেওয়ার আবেদনও জানান।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ওমর সানী লিখেছেন, 'অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি ফুটবলে যৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য এই মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবার নিয়ে এক খন্ড জমি কিংবা ফ্লাট দিলে খুব ভালো হয়।'

তিনি আরও লেখেন, 'আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে, সমাজে কত বাটপাররা চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি পাহাড় সমান সম্পদ করেছেন, সেই জায়গায় এতোটুকু আবদার আপনি রাখতেই পারেন ,,,,,মাননীয় প্রধানমন্ত্রী,,,,, আমাদের ফুটবল ফেডারেশন এসি রুমের মাদবরি থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে ভালোবাসবো আমরা, ধন্যবাদ অভিনন্দন নারী ফুটবল টিমকে। ফুটবলের আরো কথা বলব আরেকদিন।'

এদিকে নারী সাফের শিরোপা বিজয়ের পর আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা রয়েছে বাংলার বাঘিনীদের। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে নেওয়া হবে বাফুফে ভবনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন