শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হোসেনপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

হোসেনপুর(কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৩ পিএম | আপডেট : ৩:০২ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে এসে নৌকা ডুবিতে শিশুসহ নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবির ৪০ ঘন্টা পর ময়মনসিংহের পাগলা থানা এলাকার ব্রহ্মপুত্র নদের তিন স্থান থেকে ৩ জনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসীর সহায়তায় কিশোরগঞ্জ ও হোসেনপুর ফায়ার সার্ভিসের তা উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান টিটু, ভৈরব নৌ পুলিশের এস আই মো: রাসেল মিয়া, ময়মনসিংহের পাগলা থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা যায়,গতকাল বুধবার(২১ সেপ্টেম্বর) জেলেরা মাছ ধরতে গিয়ে তাদের লাশ ভাসতে দেখতে পেয়ে নদের তীরে অপেক্ষামান স্বজনদের খবর দেয়, পরে ফায়ার সার্ভিসের লোকজন তিন জনের লাশ তিন স্থান থেকে উদ্ধার করে। নিহতের স্বজনরা তাদের লাশ সনাক্ত করেন। পুলিশ ও নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, তাদের লাশ ভাসমান অবস্থায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহের পাগলা থানার চরশাকচুঁড়া এলাকা থেকে ইয়াছিনের লাশ, ইয়াসিনের চাচা সিফাতের লাশ গাবিশিমুল থেকে ও শামীমের লাশ লাইমকাল এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়। নিহত শামীম(৩২) উপজেলার তারাপাশা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে, ইয়াছিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর শাকচুঁড়া গ্রামের মনির মিয়ার ছেলে ও সিফাত (১৭) ইয়াছিনের চাচা সামাদ মুন্সীর ছেলে। উল্লেখ্য গত সোমবার উপজেলা সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় বাইচ প্রতিযোগিতা দেখতে ভাড়া করা একটি নৌকায় অনেকই আনন্দ উল্লাসে মেতে ছিলো, এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ভাইরালে হয়, সেখানে দেখা যায় তাঁদের উদ্ধারে এ সময় কেহ এগিয়ে যায়নি। নিহতদের স্বজনদের দাবী কোন রকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ রকম দুর্ঘটনায় তাদের প্রাণ দিতে হল। ভৈরব নৌ পুলিশের এসআই (কিশোরগঞ্জ অঞ্চল) মো: রাসেল মিয়া জানায়, নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয়ে আয়োজকরা তাদেরকে অবগত না করায় এ বিষয়ে তিনি কিছুই জানেন না। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানায়, নিহতদের পরিবার লাশের ময়না তদন্ত করতে ইচ্ছুক না থাকায় তাদের মুছলেকা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন