শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ নাটক দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আজ রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে অভিনেতা নিলয় ও সামিরা খান মাহি জুটির সামাজিক গল্পের নাটক ‘দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। পরিচালক মিরাজ বলেন, এ এক অন্য রকম গল্প। বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ডের নানা মান-অভিমান দ্বন্দ্ব-সংঘাত আর টানাপড়েন নিয়ে নাটকের কাহিনী। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গল্পে দেখা যাবে, নিলয় আর মাহি দুজন বন্ধু। কি এক কারণে বন্ধুত্ব নষ্ট করে দুজন দুদিকে চলে যায়। দুজন আলাদা হয়ে গেলেও দুজন দুজনের পিছনে লেগে থাকে। মাহিকে নিলয় বিয়ে করতে দেয় না আর মাহিও নিলয়কে কোনো মেয়ের সাথে প্রেম করতে দেয় না। দুজনেই ষড়যন্ত্র করে দুজনের বিয়ে ভেঙ্গে দেয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। দুজনের নানা রকম মজার মজার ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন