মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরেকটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠালো চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫১ পিএম

বেইজিং সময় আজ (বুধবার) ভোর ৭টা ১৫ মিনিটে, চীনের চুউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র থেকে, ইউনহাই-১-০৩ নামক একটি কৃত্রিম উপগ্রহ লংমার্চ-২ডি পরিবাহক-রকেটে সাহায্যে মহাকাশের কক্ষপথে পাঠায় চীন।

উপগ্রহটি বায়ুমণ্ডলীয় ও সামুদ্রিক পরিবেশগত উপাদান সনাক্তকরণ, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত হবে। এটি ছিল লংমার্চ পরিবাহক রকেট সিরিজের ৪৩৮তম উৎক্ষেপণ।

এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশযান লঞ্চ সাইট থেকে সফলভাবে ‘চৌংসিং-১-ই’ উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছিল। লং মার্চ-৭ ক্যারিয়ারের পরিবর্তিত সংস্করণ রকেটের মাধ্যমে পাঠানো উপগ্রহটি সুষ্ঠুভাবে তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে।

‘চৌংসিং-১-ই’ উপগ্রহটি প্রধানত উচ্চ মানের ভয়েস, ডেটা, রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন পরিষেবা প্রদান করবে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন