শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পদোন্নতি পেয়ে ৫০ কর্মকর্তা হলেন পুলিশ সুপার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩০ পিএম

বাংলাদেশ পুলিশের ৫০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া চারজন পুলিশ সুপার পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপনে এই ৫০ কর্মকর্তার পদোন্নতির বিষয়টি জানানো হয়।

এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই বিসিএস ২৮ ব্যাচের। এছাড়া বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বাদ পড়া কয়েকজনও এবার পদোন্নতি পেয়েছেন। আরেকটি প্রজ্ঞাপনে চারজন পুলিশ সুপার পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। তারা হলেন- পুলিশ সদর দপ্তরে কর্মরত তাপতুন নাসরীন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিআইডিতে কর্মরত জেসমিন বেগম এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হামিদা পারভীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন