বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার আ্যওয়ার্ড’ লাভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৫ পিএম

ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক শেরপুর জেলার সদর উপজেলার নিগার সুলতানা জ্যোতি `শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার আ্যওয়ার্ড' ২০২২ লাভ করেছেন।

নিগার সুলতানা জ্যোতি বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বাবা আজ বুধবার ২১ সেপ্টেম্বর শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তারের কাছ থেকে আ্যওয়ার্ড গ্রহণ করেন। জেলা প্রশাসক শেরপুর নিগার সুলতানা জ্যোতির পিতাকে অভিনন্দন জানান।

এসময় তিনি বলেন, জ্যোতির এই অর্জন শেরপুর জেলার নারীদের আরো এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন