বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘অপারেশন সুন্দরবন’ দেখে ২০ জন দর্শক পাবেন ‘আইফোন ১৪’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩০ এএম

আগামীকাল (২৩ সেপ্টেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত এ সিনেমাটি দেখলে ২০ জন দর্শক পাবেন ‘আইফোন ১৪’ সিরিজের লেটেস্ট ফোন। সম্প্রতি বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত সিনেমাটির প্রিমিয়ারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এমন ঘোষণা দেন।

তিনি বলেন, ‘‘অপারেশন সুন্দরবন’ সিনেমা যারা দেখবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ২০জন ভাগ্যবানকে পুরস্কার দেয়া হবে ফরচুন গ্রুপের সৌজন্যে।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘বিভিন্ন সিনেমা হলে ড্রপবক্স থাকবে। যারা বিভিন্ন সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন তারা টিকেটের পিছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন লটারির মাধ্যমে ২০জন ভাগ্যবানকে আইফোন ১৪ উপহার দেয়া হবে।’

‘অপারেশন সুন্দরবন’-এর পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দরবনের গহীনে যা ঘটে তা তুলে ধরতে। সুন্দরবনে যা যা ঘটে তাই তুলে ধরেছি। যদিও কাজটি ছিল অসাধ্য। তবে র‍্যাবসহ প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে কাজটি মানুষের কাছে পৌঁছে দিতে পারছি।’

প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়াও ছিলেন সাবেক র‍্যাব প্রধান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ বিভিন্ন কলাকুশলী।

সিনেমাটির প্রিমিয়ার শেষে সিয়াম-রোশানরা র‍্যাব কর্মকর্তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, পাশাপাশি আনন্দে ফেটে পড়েন। সিয়াম-রোশানরা মনে করেন, গত ৩ বছর ধরে যে শ্রম দিয়ে এই ছবিটি করেছেন অবশ্যই তা দর্শকের কাছে উপভোগ্য হবে।

উল্লেখ্য, র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন