প্রশ্ন : আমি অবিবাহিতা একজন ছাত্রী। বয়স ২১। এরই মধ্যে আমার বক্ষদ্বয় অনেক বড় হয়ে নরম হয়ে গিয়েছে। এতে আমি ভেঙে পড়েছি। আমার স্তনদ্বয় আকারে ছোট করে আগের মত টানটান করা কি সম্ভব?
-ফৌজিয়া। জগন্নাথ ইউনিভার্সিটি। ঢাকা।
উত্তর : সম্ভব। অত্যাধুনিক টেকনোলজী “রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েব্্স” প্রবাহ করে আপনার স্তনদ্বয় নির্দষ্টি আকারে টান্্টান্্ করা সম্ভব। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
প্রশ্ন : আমি বিবাহিতা একজন শিক্ষিকা। বয়স ২৪। আমার সারা মুখে বুকে পিঠে বড় বড় ব্রনে ভরে গেছে। এতে আমার সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমি দ্রুত এর সমাধান চাই।
-নাজমুন আরা। ইটনা। কিশোরগঞ্জ।
উত্তর : রেডিও সার্জারির মাধ্যমে মাত্র এক সেশন চিকিৎসায় আপনার সকল ব্রণ নির্র্মূল করা সম্ভব। এটি সম্পূর্ন নিরাপদ এবং এতে কোন পার্শ্বক্রিয়া নেই।
প্রশ্ন : আমি বিবাহিতা একজন গৃহিনী। বয়স ২৯। আমার মুখে-বুকে পুরুষের মতো দাড়ি-গোঁফ এবং অবাঞ্ছিত লোমে ভরে গেছে। এতে আমি খুব লজ্জিত হয়ে পড়েছি। আমি আমার লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করতে চাই।
-ফিরোজা। আগ্রাবাদ। চট্টগ্রাম।
উত্তর : “লেজার” চিকিৎসার আপনার লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব। এতে কোন ব্যথা বা পার্শ্ব-ক্রিয়া নেই।
প্রশ্ন : আমার বয়স ৪২। একজন ব্যাংকার। দু’ সন্তান আছে। বর্তমানে সহবাসে স্থায়ীত্ব মোটেই নেই। এর স্থায়ী সমাধান কি সম্ভব?
হেলাল উদ্দিন। লালমোহন। ভোলা।
উত্তর : মনের বা দেহের কোন কারনে এমনটি হতে পারে। বর্তমানে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৫৬৯২৮৯৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন