শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফুটপাতে ট্রাক পথচারি নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার ট্রাক চাপায় জিন্নাত আলী (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। এছাড়া বুধবার রাতে পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় নাইম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাগর নামে আরও একজন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জহুরুল ইসলাম জানান, গতকাল সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাংলাদেশ টোবাকো কোম্পানির সামনে ট্রাক চাপায় মারা যান জিন্নাত আলী। চালক ঘুমাচ্ছিলেন আর হেলপার ট্রাকটি চালাচ্ছিল। ঘটনার সময় জিন্নাতসহ কয়েকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ট্রাকটি তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জিন্নাত। এ সময় আহত হন আরও চারজন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার জিহাদ খানকে (১৮) আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহতের শ্যালক সানোয়ার হোসেন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তার দুলাভাই একটি কোম্পানির সুপারভাইজার ছিলেন। থাকতেন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাতেই। ঘটনার সময় তিনি বাসা থেকে হেঁটে অফিসে যাচ্ছিলেন।
এদিকে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা - মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় নাইম হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাগর নামে আরও একজন। নাঈম ল²ীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. হোসেনের ছেলে। বর্তমানে বাংলামোটর আলম হোটেলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের বন্ধু মো. শরিফ হোসেন বলেন, এক বন্ধুর জন্মদিন পালন করতে আমার মোটরসাইকেলটি নিয়ে গিয়েছিলেন নাঈম। ৫টি মোটরসাইকেলে মোট ১০ জন মাওয়া ঘাটে গিয়েছিলেন। মধ্যরাতে ঢাকায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে তাদের মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দেয়। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাদের ঢামেকে নিয়ে আসেন। আহত সাগর পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন