বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের বিভিন্ন শহর, বজ্রপাতে নিহত ১৩, আহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৫ পিএম

টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে। জারি করা হয়েছে ইয়োলো অ্যালার্ট। দেশটির বিভিন্ন শহরে বজ্রপাতে এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশ ও হরিয়ানার গুরুগ্রাম এলাকা। টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার কারণে উত্তর প্রদেশে নয়ডা এলাকায় ভেঙে পড়েছে একটি বসতবাড়ি।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কর্মীদের হোম অফিস করতে বলেছে অনেক প্রতিষ্ঠান।
ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন