বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

ভারতের সুপ্রিম কোর্ট হিজাবের বিরুদ্ধে রায় দেয়ার এখতিয়ার রাখে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ পিএম

ভারতের কর্ণাটক সুপ্রিম কোর্ট হিজাবের বিরুদ্ধে রায় দেয়ার এখতিয়ার রাখে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ শুক্রবার এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনছ আহমাদ বলেন, ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পিটিশনের একটি ব্যাচের ওপর তার রায় বহাল রেখেছে। যা মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম আঘাত। এধরনের রায়ের ফলে দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে। তিনি বলেন, মুসলিম নারীদের হিজাব পরিধান আল্লাহ’র বিধান। আল্লাহর বিধানের বিরুদ্ধে রায় দেয়ার এখতিয়ার কর্ণাটক সুপ্রিম কোট রাখে না। তিনি মুসলিম নারীদের হিজাব পরিধানের সুযোগ রেখে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যাওয়ার অনুমতি দেয়া উচিত। তিনি মুসলিম নারীদের হিজাবের সুযোগ দেয়ার জন্য ভারতের সব রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন