শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক শহরবাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মানিক বন্দোপাধ্যায়ের শহরবাসের ইতিকথা উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শহরবাস’। নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন রওনক হাসান, ডলি জহুর, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, সানজিদা প্রীতি, নাবিলা ইসলাম, মাজনুন মিজান, শহীদুল আলম সাচ্চু, বিজরী বরকতউল্লাহ, মায়াবি মায়া প্রমূখ। দুই বন্ধু ও তাদের পরিবারকে কেন্দ্র করে ধারাবাহিকটির গল্প। মা আমেনা, স্ত্রী লাবনী, ভাই রাহীকে নিয়ে এক বন্ধু মোহনের পরিবার। অন্যদিকে বাবা সাইফ, স্ত্রী সন্ধ্যা ও বোন ঝিনুককে নিয়ে অন্য বন্ধু চন্দনের পরিবার। মোহনের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে তমিজ ও তার স্ত্রী কমলা এবং সুরত আলিও। মোহন, চন্দন, সন্ধ্যা একসঙ্গে পড়াশোনা করতো। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়াও অন্য সম্পর্ক গড়ে উঠে। মোহন গ্রামে বেড়ে উঠা ছেলে, শহরে পড়তে আসে। চন্দন শহরে বেড়ে উঠা। অনেক সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও মোহন পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে যায়। সেই কারণে কোন এক সময় কোন এক ঘটনায় চন্দন মোহনকে বলেছিল, তার শহরে বসবাস করার কোন যােগ্যতা নেই। এই কথা মোহনকে প্রভাবিত করে শহরে এসে নিজেকে শহরের বসবাস করার যোগ্য প্রমাণ করার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন