শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এম মেয়র মনজুর আলমের বস্ত্র বিতরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর উত্তর কাট্টলীস্থ মোস্তফা হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ এম ভবন চত্বরে আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নতুন জামা কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন,প্রতি বছরের ন্যায় এ বছরও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট সনাতন ধর্মের মানুষের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করছে। শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মের সকল মানুষের প্রতি আমার আশীর্বাদ থাকবে। সাথে সাথে তাদের এই ধর্মীয় উৎসবের সার্বিক সফলতা কামনা করছি।
আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ চৌধুরী, বাবু বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, নেছার আহাম্মদ, আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন