শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে আবারো গণকবরের সন্ধান, ৪৩৬টি দেহাবশেষ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৬ এএম

ইউক্রেনের ইজিয়ুমে আরও তিনটি নতুন গণকবরের সন্ধান মিলেছে। শুক্রবার, ইউক্রেনীয় সেনারা কবরগুলোর সন্ধান পায়। খবর এপির।

খারকিভের স্থানীয় সরকার জানায়, গণকবরগুলো থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ৪৩৬টি দেহাবশেষ। যার মধ্যে ৩০ টির বেশি লাশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে ২১ জনই ইউক্রেনীয় সেনা।
প্রশাসনের দাবি, নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে। হাত বাঁধা অবস্থাতেই কবরে লাশগুলো মিলেছে বলে দাবি কিয়েভের। লাশ তুলে মৃত্যুর কারণ শনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে চলছে ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া।
এর আগে রুশ বাহিনীর কাছ থেকে দখলমুক্ত করার পর থেকে বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে ইজিয়ুমে। সূত্র : এপি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন