বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হামলা-মামলা করে দমন করা হয় - ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম একটি সৌন্দর্য। এর মাধ্যমে একটি সমাজ রাজনৈতিক হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশে সেই পরিবেশ পাওয়া যায় না বরং যে কোন আন্দোলন সংগ্রামকে রাষ্ট্র বিরোধী বা সরকার বিরোধী চক্রান্ত আকারে উপস্থাপন করা হয়। যে কোন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হামলা-মামলা গুলি করে হত্যা করে দমন করা হয়। যা কোন সভ্য দেশের জন্য একটি কলঙ্কজনক বিষয়।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শোয়াইব হোসেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা নুরুল ইসলাম আলআমিন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

তিনি বলেন, দুঃখের বিষয় এই সরকার গত একদশকে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে আক্ষরিক অর্থেই হত্যা করা হয়েছে। সাম্প্র্রতিক বিরোধী দলের আন্দোলন সংগ্রামে গুলি করে হত্যা করার হিং¯্রতা ক্রমেই বাড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হিংস্র রাজনৈতিক চর্চার তীব্র নিন্দা জানায় এবং সকল রাজনৈতিক বাঁধামুক্ত ও নিরাপদ রাখার আহŸান জানায়। অন্যথায় জনরোষের বিস্ফোরণ ঘটলে সরকারের জন্য সুখকর হবে না। সভায় বিদ্যুতের ২০ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের করার দাবি জানানো হয়। নিত্যপণ্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার বাজার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে। সভায় আরো বলা হয়, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বাণিজ্যমন্ত্রী কোনভাবেই এড়াতে পারবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন