বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে পবিত্র কুরআন শিক্ষার ছবক প্রদান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষা ছবক প্রদান করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা আইডিয়াল স্কুলে পবিত্র কুরআন শিক্ষার ছবক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আনোয়ারুল ইসলাম, ধোপাডাঙ্গা আইডিয়াল স্কুলের পরিচালক হাসেমুজ্জামান সরকার, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক আব্দুল খালেক প্রমুখ। এতে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ধোপাডাঙ্গা ইউনিয়নের ৭টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের ২২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯২ জনের হাতে পবিত্র কুরআন তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন