শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সালভাদোর দালির ভূমিকায় অভিনয় ছিল ক্লান্তিকর : বেন কিংসলি

| প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘গান্ধি’ অভিনেতা বেন কিংসলি এবার আরেক জগৎবিখ্যাত মানুষের ভূমিকায় অভিনয় করলেন। ‘ডালিল্যান্ড’ ফিল্মে তিনি স্প্যানিশ সুরিয়ালিস্ট শিল্পী সালভাদোর দালির ভূমিকায় অভিনয় করেছেন। ফিল্মটিতে দালির জীবনের শেষ দশকের কাহিনী চিত্রিত হয়েছে। ফিল্মটি প্রধানত ক্রিস্টোফার ব্রাইনি রূপায়িত জেমস নামে এক তরুণের সঙ্গে দালি এবং তার স্ত্রী গালার (বারবারা সুকোয়া) মেলামেশার অভিজ্ঞতা। জেমস ছিল ম্যানহাটানের এক গ্যালারির কর্মী। ১৯৭০ দশকে সে দালির অদ্ভুত জগতের সঙ্গে পরিচিত হয়। কিংসলি ব্রাইনির অভিনয়ের প্রশংসা করেছেন। ‘আমার মনে হয়, ব্রাইনির পারফর্মেন্সের প্রশংসা করা উচিত, কাল তার চোখ দিয়েই দালির জগত বর্ণিত হয়েছে। জেমস যে জগত দেখেছে তা সম্ভবত শিল্পীর জীবনের শেষ দিকের- তার সংসার ভাঙা, মৃত্যুকে মেনে নেয়া, এসব বিষয় সেসময় দালিকে খুব ভোগাচ্ছিল’, কিংসলি বলেন। ক্রিস জেমসের চরিত্র অসাধারণভাবে করেছে- তার চোখে কী করে একজন জিনিয়াস দুনিয়া ছেড়ে যায়, তার উর্বর মস্তিষ্ক ঠিক কী করে জীবনকে বিদায় দেয়, তিনি আরও বলেন। ম্যারি হ্যারন ফিল্মটি পরিচালনা করেছেন। কিংসলি বলেন, এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভাল লেগেছিল। একদিকে যেমন উপভোগ্য ছিল তেমনি ছিল ক্লান্তিকর চরিত্রটি করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন