শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাচ্চার জন্য মুক্তিপণ দাবি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৭ এএম

অভয়ারণ্য থেকে তিনটি শিম্পাঞ্জির বাচ্চাকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে অপরহরণকারীরা। ওই পশু আবাসের প্রতিষ্ঠাতা তথা মালিকের দাবি, বণ্যপ্রাণীকে অপহরণ করে এ ভাবে মুক্তিপণ চাওয়ার ঘটনা বিশ্বে প্রথম। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক অভয়ারণ্যের পশু আবাসে ঘটনাটি ঘটেছে।
গত ৯ সেপ্টেম্বর ভোর রাতে কাটাঙ্গা অভয়ারণ্যের অন্তর্গত ওই পশু আবাস থেকে শিম্পাঞ্জির তিনটি বাচ্চাকে চুরি করা হয়। পশু আবাসের মালিক জানিয়েছেন, সেখানে মোট পাঁচটি বাচ্চা ছিল। সিজার, হুসেন এবং মোঙ্গা নামে তিনটি বাচ্চাকে চুরি করে অপহরণকারীরা। বাকি দু’টি বাচ্চা ঘরে লুকিয়ে পড়ে।
তিনি জানিয়েছেন, এই ঘটনার পর তার স্ত্রীর মোবাইলে তিনটি মেসেজ ও শিম্পাঞ্জিদের একটি ভিডিও পাঠায় অপহরণকারীরা। বাচ্চা তিনটির মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। তা না পেলে তাদের আঘাত করার হুমকিও দেওয়া হয়।
কঙ্গোর বনমন্ত্রী মাইকেল কোয়াকপা বলেন, ‘অপহরণকারীদের কাছে মাথানত করা উচিত নয়। তদন্ত চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি অপরাধীদের খোঁজ মিলবে।’ সূত্র : সিএনএন, এবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন