শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পাপ মুছে যাবে : অর্থডক্স চার্চ প্রধান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৩ পিএম

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিহত সেনাদের সবাই পাপমুক্ত হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন রাশিয়ান অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
কিরিল রুশ প্রেসিডেন্ট পুতিনের একজন ঘনিষ্ঠ সহচর ও ইউক্রেনে রুশ সামরিক অভিযানের অন্যতম সমর্থক বলে পরিচিত। এর আগে তিনি এ অভিযানের বিরোধীদের সমালোচনা করেছিলেন।
রুশ অর্থডক্স চার্চের প্রধান বলেন, এ মারাত্মক যুদ্ধে অনেক সেনা সদস্য মৃত্যুবরণ করছেন। তিনি বলেন, চার্চ আশা করছে অতি দ্রুতই এ যুদ্ধ শেষ হবে। এ যুদ্ধে এক ভাই অপর ভাইকে হত্যা করছে। ফলে এ যুদ্ধ অতিদ্রুতই শেষ হওয়া প্রয়োজন।
কিরিল বলেন, চার্চ মনে করে যারা দায়িত্বের ডাকে এবং নিজেদের শপথ পূরণ করতে যুদ্ধে অংশগ্রহণ করছে তারা যদি দায়িত্বপালনরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের পূর্ববর্তী সব পাপ মুছে যাবে।
এদিকে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস এ যুদ্ধের চরম বিরোধী। তিনি কিরিলের যুদ্ধের পক্ষে অবস্থানের সমালোচনাও করেন। সূত্র : রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন