শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বাস্তবমুখী শিক্ষার প্রসার জরুরি

চিঠিপত্র

আব্দুল্লাহ আল মাহমুদ | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করে ক্লাস ও পরীক্ষা নিয়ে থাকে, যা সাধারণত শিক্ষার্থীদের বছরের শুরুতেই সরবরাহ করা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই সেখানে বাস্তবজীবনের সাথে সম্পৃক্ত তেমন কোনো উপাদান থাকে না। এমনকি স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়েও বছরের পর বছর একই সিলেবাস অনুসরণ করা হয়, থাকে না নতুনত্ব। সময় ও প্রয়োজনের সাথে তাল মিলিয়ে দক্ষতাভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেয়া হয় না আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলতে। এতে করে শিক্ষার্থীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই অর্জন করছে, হয়ে পড়েছে মুখস্থনির্ভর। এর ফলে কর্মজীবনসহ জীবনের বিভিন্ন স্তরে নানামুখী প্রতিক‚লতার সম্মুখীন হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন অনুসারে সাতার, সাইকেল চালানো, ড্রাইভিং, অর্থ-ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, ফটোগ্রাফি, কম্পিউটার দক্ষতা, পাবলিক স্পিকিং, ভাষা-শিক্ষা, সিদ্ধান্ত গ্রহণ, পরিস্থিতি নিয়ন্ত্রণ, নেতৃত্ব ইত্যাদিতে দক্ষ করে গড়ে তোলা জরুরি। এ বিষয়ে শিক্ষা-মন্ত্রণালয়ের সচেতন পদক্ষেপ কামনা করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন