বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে দুর্গতদের আরো ১ কোটি ডলার দিলো যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøংকেন বন্যাদুর্গত পাকিস্তানের জন্য আরো তহবিল দেয়ার অঙ্গীকার জানিয়েছেন এবং দক্ষিণ এশিয়ার দেশটিকে ভয়াবহ বন্যার সাথে মোকাবেলার জন্য তাদের সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীনের কাছে ঋণ মওকুফ ও পুনঃতফসীলিকরণের অনুরোধ জানানোর আর্জি জানিয়েছেন। ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে বৃহৎ পরিসরে দ্বিপক্ষীয় আলোচনার পর সোমবার দিনের শেষভাগে বিøংকেন আরো বলেন, তিনি তার সহকর্মী (বিলাওয়ালের) সাথে আফগানিস্তান বিষয়ে উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সন্ত্রাসবিরোধী উদ্যোগে পারস্পরিক সহযোগিতা ও ভারতের সাথে পাকিস্তানের অমøমধুর সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিøংকেন আরো বলেন, আমরা তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার জোগাড় করেছি। আমরা ১৭টি বিমানভর্তি সরঞ্জাম পাঠিয়েছি, যার মধ্যে আছে খাদ্য ও সাময়িক আবাস, তাঁবু এবং তারপুলিন তৈরির উপকরণ রয়েছে। আজ আমি আনন্দের সাথে খাদ্য নিরাপত্তা সহায়তা হিসাবে আরো এক কোটি ডলার দেয়ার ঘোষণা দিচ্ছি। অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত ও বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের ফলে পাকিস্তান জুড়ে বন্যা দেখা দিয়েছে। ভিওএ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন