শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগামে আজাদীর সাফজয়ী বীরবরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) শিরোপা জিতেছে বাংলাদেশ। এরই মধ্যে শিরোপা জয়ী নারী ফুটবলাররা দেশে ফিরেছে রাজকীয় সংবর্ধনার মধ্যদিয়ে। বাংলাদেশ নারী ফুটবল দলে রয়েছে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলার। তারা হলেন- রাঙ্গামাটির রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী, আনুচিং মগিনী। এদের সংবর্ধনার আয়োজন করেছে দৈনিক আজাদী। গতকাল বীর চট্টলায় এসেছেন এ পাঁচজন। ছাদখোলা জিপে লাল-সবুজের পতাকা উড়িয়ে এসেছেন তারা। দুই পাশে তরুণ-তরুণী, শিশু-কিশোরদের জয়ধ্বনি। কেউ তুলছেন বীরকন্যাদের ছবি। কেউবা আবার তাদের সাথে সেলফি তুলছেন। অর্ধশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ছিল সবার আগে।
সকালে তাদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আজাদী পরিবারের সদস্যরা। বিকেল চারটার দিকে চট্টগ্রাম ক্লাব থেকে তাদের বহনকারী খোলা ছাদের জিপটি এসে পৌঁছে জামালখান মোড়ে। আছরের আজানের বিরতির পরই জাতীয় সংগীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ফুলের মালায় গলায় পরিয়ে দেয়া হয় তাদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। এরপর কৃতী ফুটবলারদের হাতে সম্মাননার চেকসহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিজেকেএস’র সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক লায়ন গভর্ণর কামরুন মালেক, বিসিবির পরিচালক মনজুর আলম মনজু, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বক্তব্য রাখেন। এ সময় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন