বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিসিবি থেকে বরখাস্ত তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল , বিশ্বকাপে নতুন ম্যানেজার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:১২ পিএম | আপডেট : ৮:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় দলের ম্যানেজারের পদ হারালেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল বিসিবি সূত্র জানায়, নাফিসের পরিবর্তে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বিসিবিতে খোঁজ নিয়ে জানা গেছে, ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতেই নাফিস ইকবালকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আরব আমিরাতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ম্যানেজার হিসেবে শেষ দায়িত্ব পালন করেন নাফীস।

ক্রিকেটারের অভিযোগ, নাফিসের কাছ থেকে তারা ভালো ব্যবহার পাননি। এর আগে জিম্বাবুয়ে সফর থেকে ফিরেই কিছু ক্রিকেটার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন।

ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে নাফিসকে বাদ দেয়া হলেও বিশ্বকাপের আগে কাউকে দায়িত্ব দিতে চায়নি বোর্ড। তাই অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে রাবেদ ইমামকে দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্বকাপ শেষে নতুন ম্যানেজার নিয়োগ দেয়া হতে পারে।

উল্লেখ্য’ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর থেকেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাফিস ইকবাল। তখন থেকে বাংলাদেশ দলের সব কটি সিরিজেই দায়িত্বে ছিলেন। মূলত জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই ম্যানেজার নাফিস ইকবালের বিরুদ্ধে অভিযোগ করেন ক্রিকেটাররা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন