শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গান্ধীদের সমর্থন পেলেন দিগ্বিজয় সিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

শুক্রবারই ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। তবে এখনও পর্যন্ত দলের সর্বোচ্চ নেতা কে হতে পারেন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না হাইকমান্ড। রাজস্থানে গেহলটপন্থীদের বিক্ষোভের পর থেকেই সংকটে পড়ে গিয়েছে কংগ্রেসের ভবিষ্যৎ। যা এদিন আরও বাড়িয়ে দিয়েছেন গেহলট ক্যাম্পের প্রথম সারির নেতা প্রতাপ সিং কাচারিয়াস। তিনি জয়পুরে বলেন, “অশোকজিই আমাদের নেতা। উনি কিছুতেই ইস্তফা দেবেন না।” এরপরই আবার বিদায়ী অন্তর্র্বতীকালীন দলনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে দিল্লি আসেন গেহলট। যদিও মরুরাজ্য থেকে পরপর গেহলট ঘনিষ্ঠদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায়, মুখ্যমন্ত্রীত্বকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট দেওয়াল লিখন তৈরি হয়ে যায় যে, কংগ্রেস সর্বাধিনায়কের আসনে বসা হচ্ছে না তার। কারণ, গেহলটেরই রাজ্যে চার মাস আগে দল সিদ্ধান্ত নিয়েছে এক ব্যাক্তি থাকতে পারবেন শুধু মাত্র একটি পদেই। এই সমীকরণেই শেষ মুহ‚র্তে পালে হাওয়া লাগতে শুরু করেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগি¦জয় সিংয়ের। এমনিতেই দীর্ঘদিন ধরে তার গায়ে আছে গান্ধী ঘনিষ্ঠ জার্সি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কোনও ঝুঁকি না নিয়ে দিগি¦জয়কেই সভাপতি পদে নিজেদের মুখ করতে পারে শীর্ষনেতৃত্ব, এমনটাই শোনা যাচ্ছে। শুরু থেকেই অত্যন্ত বিনয়ের সঙ্গে ‘ম্যাডামে’র কাছে তার নাম বিবেচনা না করার অনুরোধ করেছেন মল্লিকার্জুন খাড়গে। টাইমস নাউ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন