শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনের যে ৪ অঞ্চলকে নিজেদের ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৯ পিএম | আপডেট : ৮:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেনের যে চারটি অঞ্চলে রাশিয়া গণভোট করেছে সে অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ঘোষণা করতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই রুশ বাহিনীর দখলে থাকা খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলে গণভোট গ্রহণ করা হয়। এতে বিপুল জয় পাওয়ার দাবি করে রাশিয়া।

মস্কোর দাবি, চার অঞ্চলের বেশিরভাগ মানুষই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে, এ ভোট কার্যক্রমের নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ইউক্রেনের ক্ষেত্রেও সে একই কৌশল অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমনটি ঘটলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যাবে বলে শঙ্কা বাড়ছে। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন