শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিরল গোলাপী হীরা নিলামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বিরল গোলাপী হীরাটি এ বছর নিলামের জন্য রাখা হবে এবং আশা করা হচ্ছে এটি সাড়ে ৩ কোটি ডলারে বিক্রি হবে। একটি বিদেশী সংবাদ সংস্থার মতে, বিশ্বজুড়ে দুর্লভ গহনা, মাস্টারপিস এবং অন্যান্য প্রাচীন ও মূল্যবান জিনিসপত্র নিলামকারী সংস্থা ক্রিস্টিস অকশন হাউস একটি বিরল গোলাপী হীরা নিলামের ঘোষণা দিয়েছে।

ক্রিস্টির নিলাম অনুসারে, ১৮-ক্যারেটের নাশপাতি-আকৃতির হীরাটি বিশ্বের বৃহত্তম গোলাপী হীরা, যা ৮ নভেম্বর জেনেভায় নিলাম করা হবে। ক্রিস্টির নিলাম বলছে যে, হীরাটিকে এশিয়ায় সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই তারা আশাবাদী যে, সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে হীরাটি সারা বিশ্বের উৎসাহীদের দৃষ্টি আকর্ষণ করবে। ক্রিস্টির নিলাম ঘরের জুয়েলারি অ্যাঞ্জেলা বার্ডেন বলেছেন, এটি একটি সুন্দর পাথর এবং এ আকারের একটি গোলাপী হীরা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।

উল্লেখ্য যে, হালকা গোলাপি রঙের কাটা হীরাটি একটি রিং-এর ওপর মাউন্ট করা হয়েছে যার উভয় পাশে বড় বড় সাদা হীরা রয়েছে, বিরল এই হীরাটির ওজন ১৮.১৮ ক্যারেট।
এর আগে ২০১৮ সালে ক্রিস্টির ‘উইনস্টন পিঙ্ক লিগ্যাসি’ নামে একটি ১৮.৯৬ ক্যারেটের হীরা ৫ কোটি ডলারে বিক্রি করেছিল।
বিরল গোলাপী হীরাটি এখন সাড়ে ৩ কোটি ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : এবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন