শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পূজামণ্ডপ পরিদর্শন করলেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৫ এএম

শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানি।

গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের মৈশটেক ও সাদিপুর ইউনিয়নের ভরৎ পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তালতলা কেন্দ্রের ইনচার্জ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় তালতলা কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানি বলেন, আশা করি অন্যান্যবারের চেয়ে এবার আরো উৎসবমুখর পরিবেশে উৎসব অনুষ্ঠিত হবে। সবাই আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবে এটাই আমরা চাই।

তিনি আরও বলেন, পূজা উদযাপন নিয়ে আমাদের মধ্যে কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে সোনারগাঁওয়ে। তারা সতর্ক আছে। সবাইকে আহ্বান করব গুজবে কান দেবেন না। কোনো কিছু নজরে এলে পুলিশের কাছে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

ইনচার্জ বলেন, প্রতিটি পূজা মণ্ডপে থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। প্রতিটি পূজামণ্ডপে করা হচ্ছে সিসি ক্যামেরা লাগনোর ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের সময়ও পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা থাকবে।

এসময় পুলিশ সদস্যরা, পূজা উদযাপন কমিটি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন