শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

১. ডোন্ট ওরি ডার্লিং, ২. দ্য ওম্যান কিং, ৩. অ্যাভাটার
৪. বারবারিয়ান, ৫. ডিসি লিগ অফ সুপার-পেটস


ডোন্ট ওরি ডার্লিং
অলিভিয়া ওয়াইল্ড পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার। পরিচালক হিসেবে অভিনেত্রী ওয়াইল্ডের এটি দ্বিতীয় ফিল্ম। ২০১৯ সালের ‘বুকস্মার্ট’ দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়েছিল। অ্যালিস চেম্বার্স (ফ্লোরেন্স পিউ) একজন গৃহবধূ। ১৯৫০ দশকে পরীক্ষামূলক ভিক্টরি প্রজেক্টের অধীনে ভিক্টরি নামের এক সাজান আবাসিক এলাকায় বাস করে তার স্বামী জ্যাকের (হ্যারি স্টাইল্স) সঙ্গে। ভিক্টরি প্রজেক্ট বাইরে থেকে যেন ইউটোপিয়া।
সবার মত অ্যালিসের রয়েছে সুন্দর সাজান এক বাড়ি। বন্ধুদের সঙ্গে ভালই সময় কাটছিল তার। কিন্তু তার স্বামীর বস ফ্র্যাঙ্ককে (ক্রিস পাইন) নিয়ে তার সন্দেহের সূচনা হয়। কারণ ফ্র্যাঙ্কের কাজটা আসলে কী তা সে কখনও প্রকাশ করে না, তবে ভিক্টরির বাসিন্দা কোনও পুরুষই তাদের প্রকৃত কাজ কখনও প্রকাশ করে না। অ্যালিসের বিশ্বাস ফ্র্যাঙ্ক কিছু একটা গোপন করছে এবং তার কোম্পানি কোনও সন্দেহজনক কাজ করে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন