বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

১. বাবলি বাউন্সার, ২. বিক্রম বেধা ,৩. ইশক পাশমিনা
৪. ধোকা : রাউন্ড ডি কর্নার, ৫. পিপাল ট্রি


বাবলি বাউন্সার
‘রঙ্গিলা’ (১৯৯৫), ‘ফ্যাশন’, ‘পেইজ থ্রি’ (২০০৫) (২০০৮), ‘জেইল’ (২০০৯) এবং ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ (২০১১) ফিল্মগুলোর জন্য খ্যাত মাধুর ভান্ডারকার পরিচালিত ড্রামা ফিল্ম। বাবলি (তামান্না ভাটিয়া) দিলি¬র কাছাকাছি জোড়া গ্রাম আসোলা-ফতেহপুর বেরিতে বাবা বডিবিল্ডার প্রশিক্ষক গজানন তানভার(সৌরভ শুক্লা) এবং মা গঙ্গার (সুপ্রিয়া শুক্লা) সঙ্গে থাকে। বারকয়েক পরীক্ষা দিয়েও দশমের কোঠা পেরোতে পারেনি বাবলি। তবে বডিবিল্ডারের বৈশিষ্ট্য আছে তার। সহপাঠী কুক্কু (সাহিল বেদ) বাবলিকে ভালবাসে কিন্তু বাবলি পছন্দ করে বিরাজকে (অভিষেক বাজাজ)। এদিকে বাবলির বাবা-মা তার জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছে। কুক্কু একে সুযোগ ভেবে নেয়। বাবলি জানায় সে কুক্কুকে বিয়ে করবে যদি তার জন্য চাকরি খুঁজে দেয়। কুক্কু দিলি¬র তালি গালি ক্লাবে কাজ করে সেখানকার কর্তৃপক্ষ জানায় তাদের একজন নারী বাউন্সার (নিরাপত্তা কর্মী) দরকার। বাবলি কাজটা পেয়ে যায়; সেখানে আবার বিরাজের সঙ্গে দেখা হয়। এক সন্ধ্যায় মাতাল অবস্থায় বাবলি জানায় সে বিরাজকে পছন্দ করে, কিন্তু বিরাজ ঠিক রাজি হয় না। কিন্তু বাবলি তার মিশনে লেগে থাকে। শেষ পর্যন্ত কার সঙ্গে মিলন হবে বাবলির? বিরাজ না কুক্কু?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন