শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মথুরার মসজিদ স্থানান্তরের একটি আবেদন খারিজ

মন্দির পক্ষের আইনজীবী হাজির হয়নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

মথুরার একটি আদালত শ্রী কৃষ্ণ জন্মভ‚মি-শাহী মসজিদ ঈদগাহ বিরোধের জন্য দায়ের করা বেশ কয়েকটি মামলার একটি খারিজ করেছে, কারণ গতকাল আবেদনকারীদের আইনজীবী শুনানির জন্য উপস্থিত হননি। মথুরার আদালতে দাখিল করা বেশ কয়েকটি পিটিশনে মসজিদটি স্থানান্তরের দাবি করছে, যা পিটিশনকারীদের মতে, কাটরা কেশব দেব মন্দিরের ১৩.৩৭ একর জায়গার মধ্যে ভগবান কৃষ্ণের কথিত জন্মস্থানে নির্মিত হয়েছে।
অতিরিক্ত জেলা জজ সঞ্জাই চৌধুরীর আদালতে খারিজ করা মামলাটি অ্যাডভোকেট শৈলেন্দ্র সিং এবং অন্য নয়জন দায়ের করেছিলেন।
জেলা সরকারের কৌঁসুলি সঞ্জাই গৌর বলেছেন, শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী উপস্থিত না থাকায় আদালত এ আদেশ দিয়েছেন। আইনজীবী স্বাস্থ্যের অবস্থার উল্লেখ করে মুলতবি চেয়েছিলেন।
এর আগে, মসজিদ কমিটির প্রতিনিধিত্বকারীর কৌঁসুলি যুক্তি দিয়েছিলেন যে, আবেদনকারীরা কেবল বারবার মুলতবিই চাচ্ছেন না বরং শুক্রবার তারা প্রতিনিধিত্বহীন থাকতে পছন্দ করেছেন।
১২ সেপ্টেম্বর আদালত মুলতবি চাওয়ার জন্য হিন্দু আবেদনকারীদের ১ হাজার টাকা জরিমানা ধার্য করেছিল।
হিন্দু পক্ষকে মামলা উপস্থাপনের জন্য আরো একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা অপ্রস্তুত রয়ে গেছে। সূত্র : পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন