শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দাউদকান্দিতে শিশু হত্যাচেষ্টা মামলার বাদীকে হুমকি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দিতে শিশু হত্যা চেষ্টা, ধর্ষণ, লুটপাট মামলার আসামিরা বাদিকে নিয়মিত মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। থানা ও আদালতের মামলা-সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌর সদরে কাপড় ব্যবসায়ী সালমা আক্তার সবজিকান্দি গ্রামে কাপড় ব্যবসা করার সুবাদে পরিচিত দোনারচর গ্রামের ভাড়াটিয়া শরীয়তপুর গ্রামের সখিপুর থানার ব্যাপারীকান্দি গ্রামের সোহরাব সরদারের ছেলে স্বপন সরদার সালমাকে কুপ্রস্তাব দেয়া সালমা রাজি না হওয়ায়া গত ১৬ মে সালমার বাসায় হামলা চালিয়ে সালমাকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে তার আলমারিতে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় সালমা কুমিল্লা আদালতে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং ৪২২/২০২২ তারিখ ২৫/৫/২০২২। সালমা মামলা করার কারণে গত ৩১ মে সালমার বাসায় ঢুকে স্বপন ও তার সহযোগীরা সালমার শিশু পুত্র তাহমিদ (৬)কে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকায় নিয়ে হত্যার চেষ্টায় ধাক্কা মেরে চলন্ত গাড়ির নিচে ফেলে দেয়। তাহামিদ প্রাণে বেঁচে গেলেও তার হাত পা, দাত ভেঙে ও মাথা ফেটে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সালমা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় স্বপন সরদার (৩৯), শাহিনা আক্তার (৩৩), সোহাগ দুর্গ (৪৮) ও হেদায়েত উল্লাহ (৩৫) এ চারজনকে আসামি করে ও ৫ জনকে অজ্ঞাত নাম দিয়ে একটি মামলা করে। মামলা নং ১৮১। তারিখ ১১/৮/২০২২। পুলিশ হেদায়েত উল্লাহকে গ্রেফতার করেছে। বর্তমানে মামলার বাদী সালমা আক্তারকে গতকালসহ নিয়মিত আসামিদের হুমকির কারণে নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ব্যাপারে সালমা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন