শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই

| প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

একটি সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিকতা ও চিন্তাধারায় দারুণ প্রভাব ফেলে। শিক্ষার্থীরা হয় পরিচ্ছন্ন হৃদয়ের। সেটার জন্য দরকার ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। অথচ, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বর্তমান অবস্থা খুবই করুণ। নোংরা ও অপরিচ্ছন্ন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে, ঝাল চত্তর, জিয়া মোড়, বটতলা, মাঠ, সাদ্দাম হোসেন হলের দক্ষিণ দিক এবং বিভিন্ন হলের আশপাশ। নেই যথেষ্ট পরিমাণ ডাস্টবিন। ওপরদিকে পরিচ্ছন্নকর্মীদেরও অবহেলা। এটা শিক্ষার্থীদের মন ও মননে বিরূপ প্রভাব ফেলছে। নষ্ট হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য্য। অপরিচ্ছন্ন ক্যাম্পাস থাকা দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বেমানান। আশা করছি, খুব দ্রুত ইবি প্রশাসন এই বিষয়ে উদ্যোগ নেবে।
মামুন মিসবাহ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন