শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার নারীদের দিকে নজর বিসিবির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নারী এশিয়া কাপ উদ্বোধন করতে গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের আগে বেলুন উড়িয়ে এশিয়া কাপ উদ্বোধন করেন তিনি। এরপর বাংলাদেশের খেলা মাঠে বসেই দেখেছেন। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ৯ উইকেটের জয় উপভোগ করেন বিসিবি সভাপতি। খেলা শেষে ঢাকার বিমান ধরার আগে নারী দলকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র‌্যাঙ্কিং দেখি, বাংলাদেশ বোধ হয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। এ দলগুলো কাছাকাছি মানের। যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে, সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য ভয় পাচ্ছিলাম, একটা কঠিন ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে, খুবই ভালো লাগছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন