বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:৩৬ পিএম

ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংর্ঘষে শতাধিক নিহতের ঘটনায় মাঠের নিরাপত্তার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। আজ রোববার সংঘর্ষের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।
ফুটবল মাঠের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তা জানতে চাওয়ার পাশাপাশি সংঘর্ষের ওই ঘটনায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেন, গ্যালারির ধারণ ক্ষমতা ৩৮ হাজার হলেও টিকিট বিক্রি করা হয়েছিল ৪২ হাজার। ফলে সংঘর্ষের সময় গ্যালারি থেকে বের হতে চাওয়া মানুষের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
যদিও এরই মধ্যে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) জানিয়েছে, এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য বিআরআই ১ লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন