চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ববরৈয়া গ্রামে একটি গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ৯ টায় রহমত উল্লাহর বাড়িতে হাজি আব্দুল হকের গরুর খামারে এ ঘটনা ঘটে। এত কৃষক আব্দুল হকের দুইটি গরুসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষক জানায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আনোয়ারা ফায়ার সার্ভিস এ বিষয়ে কোন খবর পায়নি বলে জানায়। স্থানীয় ইউপি সদস্য মো. হারুন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও খামারের ২টি গরু পুড়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন