শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অসহায় আত্মসমর্পণে সিরিজ খোয়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:১৮ এএম | আপডেট : ১২:৪০ এএম, ৩ অক্টোবর, ২০২২

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড। রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬৭ রানে হারায় ইংলিশরা।

ফলে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-৩ ব্যবধানে জিতল মঈন আলীর দল।

রোমাঞ্চকর সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। কিন্তু সেই লড়াইয়ে জিততে পারেনি বাবর আজমের দল।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের অধিনায়ক। ফলে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে দলের সেরা দুই তারকা ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। রিজওয়ান ১ ও বাবর ৪ রান করে শুরুতেই বিদায় নেন। পাকিস্তানের পক্ষে শান মাসুদ সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া পাকিস্তানের পক্ষে আর কেউ সুবিধা করতে পারেনি। ফলে ১৪২ রানে থেমে যায় পাকিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Iqbal Hossain ৩ অক্টোবর, ২০২২, ৮:২৮ এএম says : 0
ইংল্যান্ড অনেক ভালো খেলেছে ।
Total Reply(0)
মুজাহীদুল হাসান ৩ অক্টোবর, ২০২২, ৮:২৮ এএম says : 0
বোলিং ভালো হয়নাই, ৩টা ক্যাচ মিস টেস্ট ম্যাচের মত ব্যাটিং হারবেই তো!
Total Reply(0)
Md Ifti Ahsan ৩ অক্টোবর, ২০২২, ৮:২৮ এএম says : 0
শাহীন, নাসিম নেই হারবেই তো
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন