নারায়ণগঞ্জের বন্দরে মিজান সিকদার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, নিহত মিজান সিকদার মিশর নারায়ণগঞ্জের কাইট্টাখালি এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিঠু বন্দর উপজেলার নোয়াদ্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুন্না ও চয়ন একই এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মিজান গাজীপুরে একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করতেন। ২০১৯ সালের ২২ জুলাই বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য নারায়ণগঞ্জে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
রাতে মশার কয়েল আনতে দোকানে গেলে পূর্ব শত্রুতার জেরে মিঠু ও তার লোকজন মিজান সিকদারকে ছুরিকাঘাতে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। অবশেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন