শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৬ এএম

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম/২০২২ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেং মং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাসান, ডা. তামান্না তাজরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজুল হক, দৈনিক ইনকিলাবের মির্জাগঞ্জ উপজেলা সংবাদদাতা মেহেদী হাসান মুবিন ও সাংবাদিক ইলিয়াস হোসাইন প্রমুখ। জলাতঙ্ক নির্মূল ও কুকুরের টিকাদান কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ, প্রকল্প সুপারভাইজার কাওসার আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন