শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দাঁড়ানো নিয়েই চিন্তায় বেয়ারস্টো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কি দুর্দান্ত এক মৌসুমই না কাটাচ্ছিলেন জরি বেয়ারস্টো! টেস্টে এ বছর ১০ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন, ব্যাটিং করেছেন ৬৬.৩১ গড়ে। তিনটি টি-টোয়েন্টি খেলে ৪৯ গড় ও ১৪১.৩৪ স্ট্রাইক রেটে করেছিলেন ১৪৭ রান। ব্যাট হাতে তার ঝড় কোনো বোলারই থামাতে পারছিলেন না। দুর্ভাগ্যবশত, বেয়ারস্টো নিজেই সে ঝড় থামিয়েছেন। গলফ কোর্সে পা পিছলে পড়ে বাঁ পায়ের নিচের অংশে চোট পান। সেই চোটে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, জানা গিয়েছিল, এ বছরই আর মাঠে নামতে পারবেন না বেয়ারস্টো। তখন অনেকেই আন্দাজ করেছিলেন, গুরুতর চোট পেয়েছেন। গতপরশু রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেয়ারস্টো নিজেই জানিয়েছেন, সেই চোট কতটা ভয়াবহ এবং নিজের সর্বশেষ অবস্থা। ইনস্টাগ্রামে ভাঙা পায়ের ছবি পোস্ট করে বেয়ারস্টো লিখেছেন, ‘আমার পায়ের হাড় তিন জায়গায় ভেঙে গিয়েছিল, সে জন্য পায়ে প্লেট বসাতে হয়েছে। গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, অস্ত্রোপচার সফল হয়েছে। তিন সপ্তাহ পার করে ফেলেছি। আগামী কয়েক সপ্তাহ কিংবা মাস সুস্থ হয়ে ওঠার জন্য খুবই গুরুত্বপ‚র্ণ।’
অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ কেটে গেলেও কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘কবে মাঠে ফিরব, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আপাতত দুই পায়ে ঠিকঠাকভাবে দাঁড়ানোর কথা ভাবছি। এটা নিশ্চিত যে ২০২২ সালে আর ফিরতে পারব না। ২০২৩ সালে মাঠে ফেরার জন্য তর সইছে না। দুঃসময়ে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন