শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাঞ্জানে সহস্রাব্দের পুরনো নিদর্শন আবিষ্কার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১০:৪৭ পিএম

ইরানি পুলিশ সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের ছয়টি ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেছে। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্বে থাকা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এই তথ্য জানান।

হোসেন-আলি ফজলি সোমবার জানান, পুলিশ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুরাগীদের কাছ থেকে খবর পাওয়ার পর তারম কাউন্টিতে একটি মাটির সীল এবং কিছু ঐতিহ্যবাহী গহনা সহ ধ্বংসাবশেষগুলি আবিষ্কার করে।

জাঞ্জান সাসানিদ রাজা আরদাশির প্রথম (১৮০-২৪২ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত শহরগুলির মধ্যে একটি। প্রদেশটি স্থাপত্যের বিস্ময় সোলতানিয়াহে, কাতালে-খোর গুহা, রঙিন পর্বত এবং ইউনেস্কো-নিবন্ধিত তখত-ই সোলেমান এর জন্য বিখ্যাত।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন