বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১২ হাজার ন্যানো পণ্য উৎপাদন করে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১০:৫৩ পিএম

ইরান শিল্পের ১৮টি ক্ষেত্রে ১ হাজার ২০০টি ন্যানো পণ্য উৎপাদন করে বলে জানিয়েছেন দেশটির ন্যানো প্রযুক্তি উন্নয়ন সদর দফতরের সচিব সাইদ সরকার।

ইরান ন্যানো প্রদর্শনীর ১৩তম আসরের ফাঁকে তিনি এ মন্তব্য করেন। সরকার বলেন, দেশের বিভিন্ন খাতের দেশীয় সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে প্রদর্শনীতে পণ্যগুলি প্রদর্শন করা হচ্ছে।

আশা করা হচ্ছে, ১০টি দেশের বাণিজ্য ও অর্থনৈতিক প্রতিনিধিদল ন্যানো ক্ষেত্রের উল্লেখযোগ্য প্রযুক্তিগত অর্জনগুলি তুলে ধরতে এবারের প্রদর্শনীতে অংশ নেবে।

অন্যত্র সাইদ সরকার এই অঞ্চল ও বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদনে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ন্যানো-সায়েন্স উৎপাদনের ক্ষেত্রে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর মধ্যে ইরান প্রথম স্থানে রয়েছে। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইরানও বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।

সূত্র: মেহর নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন