বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যন্ত্রণায় কাতরাচ্ছেন গায়ক আকবর, মিলছে না খাবারও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১:৪৩ পিএম | আপডেট : ৩:৩৩ পিএম, ৫ অক্টোবর, ২০২২

আজ থেকে প্রায় ১৮ বছর আগের কথা। নন্দিত সংগীতশিল্পী কিশোর কুমারের গাওয়া ‘এক দিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি ইত্যাদির মঞ্চে গেয়ে রাতারাতি পরিচিতি পান আকবর। একজন সাধারণ রিকশাচালক থেকে ইত্যাদির মঞ্চে গান গেয়ে জয় করেছিলেন লাখো মানুষের হৃদয়।

এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ অডিও-ভিডিও দুটোই সুপারহিট ছিল। আকবরের জীবন ভালোই চলছিল। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ কিডনির অসুখে আক্রান্ত হন এই গায়ক। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সঙ্কটের মুখোমুখি আকবর। বর্তমানে মোটেই ভালো নেই তিনি। তার পায়ে পচন ধরেছে। প্রায় দুই মাস ধরে বিছানায় পড়ে আছেন। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না।

আকবর জানান, ‌'আমার অবস্থা খুব খারাপ। পায়ের নিচে জ্বলে। ওই জায়গায় খানিকটা কেটে ফেলে দিয়েছে। ঘুমাতে পারি না। সবাই মিলে আমার পায়ের অপারেশনটা করে দিন।'

তিনি আরও বলেন, 'সবাই আশ্বাস দিচ্ছে টাকা দিবে, কিন্তু কেউ দেয় না। কেউ পাশে দাঁড়ায় না। একমাত্র ডিপজল বস (অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল) কিছু টাকা দিয়েছিলো। সেই টাকা নিয়ে আমার স্ত্রী আমাকে হাসপাতালে ভর্তি করেছিলো।'

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, 'এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। ওর (আকবর) ঔষধ কিনতে পারি না। সারারাত চিল্লায়। শুধু কাঁদে আর বলে, তুমি আমার আর চিকিৎসা না করলেও শুধু পায়ের অপারেশনটা করিয়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আমি নিরুপায়।'

সকলের কাছে সাহায্য প্রার্থনা করে আকবর পত্নী জানান, কোনো স্ত্রী চায় না তার স্বামী বিনা চিকিৎসায় মারা যাক। কিন্তু আমার কোনো রাস্তা নেই। আমার কোনো জমানো টাকাও নেই। আপনাদের সবার কাছে অনুরোধ, শেষবারের মতো আমাদের পাশে দাঁড়ান। ওর চিকিৎসায় এগিয়ে আসুন।

আকবরের মেয়ে অথৈ বলেন, আব্বুর অবস্থা খুবই খারাপ। সবার কাছে একটাই চাওয়া, আমার আব্বুর পাশে একটু দাঁড়ান। আমার আব্বু যাতে আবার সুস্থ হয়ে উঠতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন