ইউক্রেনের সেনাবাহিনীর জনশক্তির ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে ভাড়াটে সেনা। তারা মূলত ইউরোপ থেকে আসা ভাড়াটে যোদ্ধা। এলপিআরের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী ভিটালি কিসেলিভ বুধবার এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার টিভি চ্যানেল ১-এ তিনি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ইউক্রেনের সেনার ৬০ শতাংশ, কিছু ক্ষেত্রে ৭০ শতাংশই পূর্ব ইউরোপের ভাড়াটে যোদ্ধা।’
কিসেলিভ বলেছিলেন যে, তাদের কাজ ছিল সোয়াতোভো এলাকায় একটি কৌশলগত এলাকা দখলে নেয়া। ওই এলাকায় শুধু বিদেশি অস্ত্রে সজ্জিত ভাড়াটেরা কাজ করছে।
কিসেলিভ আরও যোগ করেছেন যে, আলবেনিয়ান ভাড়াটে যোদ্ধাদের প্রতিদিন ২ থেকে ৩ হাজার এবং ইউরোপীয় দেশগুলির ভাড়াটেদের মাসে ৩৫ থেকে ৪০ হাজার ডলার দেয়া হয়। সূত্র: তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন