শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৪ দিনে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:৩১ পিএম

আজ বৃহস্পতিবার আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি। দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

জাপান সাগর অভিমুখে পিয়ংইয়ংয়ের দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
আজ স্থানীয় সময় সকাল ৬টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।
এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে জাপানের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন