শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জেমস নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেল চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ২:১২ পিএম

এবারের চ্যাম্পিয়নস লিগে শুরুটা মোটেও সুখকর হয়নি ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির। ডায়নামো জাগরেভের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল ব্লুজরা।যদিও দল আরো বড় ধাক্কাটি খায় যখন সেই ম্যাচের পর ক্লাব কর্তৃপক্ষ কোচ টমাস টুখেলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়।অথচ এই কোচই গত মৌসুমের শুরুতে দায়িত্ব নিয়েই চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়েছলেন।

নতুন কোচ পিটারে নেতৃত্বে সলসবুর্গের বিপক্ষে পরের ম্যাচ ড্র করে চেলসি। তবে গতকাল ইতালির লিগ চ্যাম্পিয়ন এসি মিলানকে দারুণ ফুটবল খেলে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্বস্তি ফিরেছে ব্লুজ শিবিরে।দলের নতুন ওস্তাদ পিটারও হয়ত কিছুটা চাপমুক্ত হয়েছেন।

গতকাল শুরু থেকে দারুণ ফুটবল খেলা চেলসি ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায়। কর্নার থেকে উড়ে আসা বল মিলান গোলকিপার ভালোভাবে হাতে জমাতে পারেননি।সুযোগটি কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন ফোফানা।

১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ব্লজরা বিরতির পর আরো দুই গোল করে।গোল দুটিতেই অবদান ছিল রিচি জেমসের।তার এসিস্ট থেকে ৫৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন এমরিক অবামেয়াংক।এরপর রাহিম র্স্টালিংয়ের নিখুত পাস থেকে জেমস ৬২ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন।

স্ট্যামফোর্ড ব্রিজে বরাবরই অপ্রতিরোধ্য ব্লুজরা। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ঘরের মাঠে খেলা ৫২ ম্যাচের মাত্র ২টিতে হেরেছে চেলসি। আর শেষ ১০ ম্যাচে ছিল অপরাজিত।

এ জয়ে আসরে ৩ ম্যাচে এক জয় ও এক ড্র থেকে ৪ পয়েন্ট তুলে নিয়ে ‘ই’ গ্রুপের দুইয়ে উঠে এসেছে চেলসি। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আরবি সালসবুর্গ। তিনে থাকা এসি মিলানের পয়েন্টও ৪। গোল ব্যবধানে এগিয়ে চেলসি। চারে থাকা দিনামো জাগরেবের পয়েন্ট ৩।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন