বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানের এক নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিল মিয়ানমার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ৩:২৫ পিএম

জাপানি এক তথ্যচিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৬ বছর বয়সী তোরু কুবোতাকে জুলাই মাসে রাজধানী ইয়াঙ্গুনে একটি সরকারবিরোধী সমাবেশের কাছ থেকে আটক করা হয়। তাঁকে রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাপানের মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাতার আইনজীবীর বরাত দিয়ে জানায়, রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে তিন বছর ও ইলেকট্রনিক কমিউনিকেশনস আইন লঙ্ঘনের মামলায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে অভিবাসন আইন ভঙ্গের আরেকটি অভিযোগের মুখোমুখি হবেন তিনি। ১২ অক্টোবর অভিবাসন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে শুনানির দিন নির্ধারিত হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই সেখানে জান্তাবিরোধী বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জান্তা সরকার রাজনীতিবিদ, আমলা, ছাত্র, সাংবাদিক ও বিদেশিসহ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন