বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১. স্মাইল
২. ডোন্ট ওরি ডার্লিং
৩. দ্য ওম্যান কিং
৪. অ্যাভাটার
৫. ব্রোস

স্মাইল
পার্কার ফিন পরিচালিত হরর ফিল্ম। এটি ফিনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিল্ম, এর আগে তিনি আমেরিকান ফোকলোর নিয়ে ২০১৮তে ‘হাইডবিহাইন্ড’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য হরর ফিল্ম পরিচালনা করেছেন।
মনোরোগ বিশেষজ্ঞ ডা. রোজ কোটারের (সোসি বেকন) তার এক রোগী লরা উইভারকে (কেইটলিন স্টাসি) দেখার পর থেকে এক ভয়ানক অভিজ্ঞতা হতে শুরু করে। সে জানতে পারে লরা একজন পিএইচডি শিক্ষার্থী এবং সে তার প্রফেসরকে আত্মহত্যা করতে দেখেছে এবং তার পর থেকে সে এমন এক অশরীরীকে দেখতে পায় যাকে অন্যরা দেখতে পায় না, যে অন্য মানুষের দেহ ধারণ করে তার দিকে মুচকি হাসে, ব্যাপারটা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। রোজের সামনেই লরার মাঝে মানিস বিকার দেখা দেয় এবং সে একটি ফুলদানির টুকরা দিয়ে গলা কেটে আত্মহত্যা করে। আর এর পর থেকে রোজের অবস্থা হয় লরার মত। সেও মানুষদের তার দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখতে শুরু করে। অন্য এক বাস্তবতায় মিশে যায় তার জীবন। ফিরতে পারবে সে সেখান থেকে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন