বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় কারাগারে র‍্যাবের এসআই

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১১:০৪ পিএম

নীলফামারীর ডোমারে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় র‍্যাবে কর্মরত মহাবীর ব্যানার্জী(২৭) নামে এক উপ-পরিদর্শক-এসআইকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডোমার থানায় মামলাটি করেন ডোমার শহরের পশ্চিম চিকনমাটি আরডিআরএস এলাকার সুমনা আক্তার (২৮) নামে এক নারী। সন্ধ্যায় মামলার আসামী ডোমার থানার প্রাক্তন উপ-পরিদর্শক (এসআই) ও মহাবীর ব্যানার্জীকে আদালতে হাজির করে পুলিশ। মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছিলেন ওই নারী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময়ে ডোমার থানায় থাকা এসআই মহাবীর। তদন্তের সুবাধে ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মহাবীর। এরইমধ্যে গত ছয়মাস আগে ডোমার থানা থেকে এসআই’র বদলী হলেও মোবাইলে যোগাযোগ অব্যাহত ছিলো তাদের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পূজাঁর ছুটিতে এসে গত ৫ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।

ধর্ষণের অভিযোগকারী ওই নারী জানান, এর আগেও গেল ২৮সেপ্টেম্বর রাতে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। গতকালের ঘটনার পর উপজেলার আরডিআরএস সংলগ্ন মোজাম্মেল হক এর বাসায় মিমাংসার জন্য বসা হয়েছিলো কিন্তু মহাবীর বিয়েতে রাজী হয়নি। যার কারণে থানায় মামলা করতে হয়েছে।

ডোমার ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। তাদের কথাবার্তায় মনে হয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিলো। গতকাল রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। কোন অভিভাবক না আসায় তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, মামলার প্রেক্ষিতে আসামী মহাবীরকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। মেয়েটির ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করে কোর্ট পুলিশ।

প্রসঙ্গত, ছয়মাস আগে নীলফামারীর ডোমার থানা থেকে নারায়নগঞ্জ জেলা র‌্যাবে বদলী হন মহাবীর ব্যানার্জী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন